প্রশাসন সহযোগিতা না করার অভিযোগ
সেবা দিতে না পারলে পদত্যাগ করবেন নাসিক মেয়র আইভি

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়নগঞ্জ : ‘আমি কারো টাকা খাই না, পরি না। আমি বলতে ভয় পাই না। যখন বলবো তখন সংবাদ সম্মেলন করে সব বলে দেবো। নারায়ণগঞ্জের প্রশাসনের কর্মকর্তারা একপেশে কাজ করছে। সিটি করপোরেশনকে সহযোগিতা করছে না। নারায়ণগঞ্জবাসীর সেবা দিতে না পারলে চলে যাবো। তার আগে সংবাদ সম্মেলন করে সকলের বিষয়ে বলে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেবো।’

সোমবার (৭ মার্চ) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন নাসিক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

শহরের যানজট ও হকার উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ওয়াসা, বিআরটিএ ও গণপূর্ত বিভাগসহ সকল প্রশাসনিক দপ্তরগুলোর সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সভায় নাসিকের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।

ক্ষুব্ধ মেয়র আইভি বলেন, ‘ত্বকী হত্যা নিয়ে যখন কথা বলেছি তখন শহর ঠিক ছিল। আমি কথা বললে দলীয় লোকজন বলে সরকারবিরোধী। আর এখন চার বছর ধরে কোনো কথা বলি না, তাই সবকিছুই অগোছালো।

তিনি আরো বলেন, ‘সরকারি সকল দপ্তর জনসেবার জন্য। দেশের ৬৪টি জেলায় রাজনৈতিক কোন্দল ও প্রতিযোগিতা রয়েছে। কিন্তু এতো কিছুতেও অন্য জেলায় প্রশাসনের সকল কর্মকর্তা কাজ করেন। কিন্তু নারায়ণগঞ্জে আসলে স্তব্ধ হয়ে যায় কেন? নারায়ণগঞ্জে প্রচণ্ড রাজনৈতিক প্রভাব আছে। কিন্তু জেলার ডিসি, এসপি চাইলে অবশ্যই সব করতে পারেন। এর জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট।’

এর আগে সভায় সিটি করপোরেশনের কাউন্সিলররা প্রত্যেকের নিজ নিজ এলাকার মাদক, যানজট, অবৈধ স্ট্যান্ড, স্থাপনাসহ নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) ছরোয়ার হোসেন বলেন, ‘যানজট নিরসনে প্রশাসনের ম্যাজিস্ট্রেট নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। বিভিন্ন গাড়িকে জরিমানা করছেন। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সুনির্দিষ্ট নাম ও ঠিকানা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ পুলিশের নয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ। তারাই এর জন্য কাজ করছে। তারপরও পুলিশ গত ১ বছরে ১৫০টা মাদক মামলা ও ৫০০ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। যানজট নিরসনে দিনের বেলায় ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হোক। এছাড়া যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিন হায়াৎ আইভীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১১ কোম্পানি উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মামুুনুর রশিদ, জনস্বার্থ প্রকৌশলের নারায়ণগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান হাবিব প্রমুখ।

শেয়ার করুন