কক্সবাজারে প্রচারণায় এগিয়ে ছোটন রাজা

আমজাদ হোসেন (ছোটন রাজা)

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। বিরামহীন প্রচারণা চলছে প্রার্থীদের। ৩১ মার্চের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে লড়ছেন আমজাদ হোসেন (ছোটন রাজা)।

ভোটের মাঠ ঘুরে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও’র রাজনৈতিক পরিবারের সন্তান শ্রমিক নেতা ছোটন রাজা। সে তার মেধা, যোগ্যতা ও সমন্বয় করে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনার আলোকে উন্নয়নে ভরে দিতে চান সদর উপজেলার প্রত্যন্ত জনপদ। কোন ধরনের বিভেদ-বিভাজন নয়, সব দল-মতের লোকের সমন্বয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রতিজ্ঞা করেছেন তরুণ নেতা ছোটন রাজা।

তার প্রতি রয়েছে এলাকাবাসীর অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন। ছোটন রাজা ছাত্র রাজনীতি থেকে শুরু করে শ্রমিক
রাজনীতিতে পরিচিত মুখ। তিনি কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি, প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান।

ছোটন রাজা ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বৃহত্তর ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি পদে আছেন। এছাড়া আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, বৃহত্তর ঈদগাঁও জীপ মালিক সমিতির সভাপতি, পাহাসিয়াখালী তালিমুল কোরআন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, বখতার আহমদ কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন।

বয়সের তুলনায় নিজ কর্মপরিধি ও দক্ষতায় অনেক এগিয়েছেন ছোটন রাজা। নিজের অর্থায়নে এলাকায় রাস্তা, কালভাট নির্মাণসহ অনেক সমাজসেবামূলক কাজ করেছেন।