না ফেরার দেশে সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ

সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ

কিংবদন্তী সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ আর নেই। (ইন্নালিল্লাহি … রাজিউন)।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহনাজ রহমতউল্লাহর ননদ নাহার আবেদ জানিয়েছেন, রোববার জোহরের নামাজের পর বারিধারা পার্ক মসজিদে শাহনাজ রহমতউল্লাহর জানাজা শেষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো পড়ুন : টঙ্গীতে যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেফতার

দীর্ঘ পঞ্চাশ বছরের সংগীতজীবনে শাহনাজ রহমতউল্লাহ অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে, এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’সহ আরো অনেক গান।

সংগীতে অবদানের জন্য তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বাচসাস পুরস্কার’সহ বহু সম্মানায় ভূষিত হয়েছেন।

শাহনাজ রহমতউল্লাহর জন্ম ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায়। তার বাবা এম ফজলুল হক, মা আসিয়া হক।

১৯৭৩ সালে তিনি আবুল বাশার রহমতউল্লার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক মেয়ে নাহিদ রহমতউল্লাহ এবং এক ছেলে এ কে এম সায়েফ রহমতউল্লাহ।

শেয়ার করুন