এক দশকপূর্তির বর্ণিল আয়োজন
তারুণ্যের উচ্ছ্বাসের দুইদিন আবৃত্তি উৎসব শিল্পকলায়

প্রতিষ্ঠার এক দশকপূর্তির এ আবৃত্তি উৎসবে আরো যূথবদ্ধ হতে চায় তারুণ্যের উচ্ছ্বাস। কবিতার মধ্য দিয়ে মানুষের কথা উচ্চারণ করতে চায় উৎসবের রঙিন মঞ্চে।

চট্টগ্রাম :

চট্টগ্রাম : তারুণ্যের উচ্ছ্বাস বাচিক শিল্প চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার এক দশকপূর্তিতে ৯-১০ মার্চ দুইদিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অণিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজন করেছে ‘তারুণ্যের উচ্ছ্বাস আবৃত্তি উৎসব-২০১৭’।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ‘কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া’-শ্লোগানে তারুণ্যের উচ্ছ্বাস আবৃত্তি উৎসব উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ। উদ্বোধনী পর্বে অতিথি থাকবেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার এবং কবি হেলাল হাফিজ।

দুই দিনের এ বর্ণিল উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা ছাড়াও দেশের বিভিন্ন জেলা এবং ভারতের আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা একক ও দ্বৈত আবৃত্তি পরিবেশন করবেন।

সম্মাননা প্রদান ছাড়াও উৎসব সূচিতে রয়েছে উপমহাদেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পীদের একক ও দ্বৈত পরিবেশনা, বৃন্দ আবৃত্তি, শ্রুতি প্রযোজনা, কবি সম্মিলন ও কবিতাপাঠ, সুহৃদ সম্মিলন, আনন্দ আড্ডা, আবৃত্তি ও নৃত্যের যুগলবন্দী, শোভাযাত্রা এবং ঢোলবাদন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানায় তারুণ্যের উচ্ছ্বাস বাচিক শিল্প চর্চা কেন্দ্র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারুণ্যের উচ্ছ্বাস আবৃত্তি উৎসব-এর আহবায়ক ভাগ্যধন বড়ুয়া, চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী বাবর এবং সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠার এক দশকে তারুণ্যের উচ্ছ্বাস এবার বাংলাদেশের আবৃত্তি চর্চা পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার স্মরণে প্রবর্তন করেছে ‌’গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’। তারুণ্যের উচ্ছ্বাস দেশের আবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদানের জন্যে একজনকে এ সম্মানা প্রদান করবে। আগামী ৯ মার্চ সন্ধ্যায় উৎসব মঞ্চে এ সম্মানা প্রদান করা হবে। এবছর ‘গোলাম মোস্তফা স্মৃতি সম্মাননা-২০১৭’ পাচ্ছেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। উৎসবের সম্মানা পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাম মুস্তাফা কন্যা এবং জনপ্রিয় অভিনেত্রী ও আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তফা, আবৃত্তিশিল্পী ও অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত এবং আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।

দুইদিনব্যাপী ‘তারুণ্যের উচ্ছ্বাস আবৃত্তি উৎসব-২০১৭’ এর দ্বিতীয় দিন ১০ মার্চ দিনব্যাপী আয়োজনে থাকছে সকাল ১০টায় শোভাযাত্রা এবং সুহৃদ সম্মিলন। চট্টগ্রামের বরেণ্য কবি সাংবাদিক সাহিত্যিক শিল্পী ও সংস্কৃতিজনেরা সুহৃদ সম্মিলনে অংশ নেবেন।

এদিন বিকেলে সমাপনী পর্বের প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। বিশেষ অতিথি শহীদজায়া লেখিকা বেগম মুশতারী শফি, বরেণ্য আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপধ্যায় এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

উৎসব সফলের লক্ষ্যে দেশের খ্যাতনামা কয়েকটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারুণ্যের উচ্ছ্বাস বাচিক শির্প চর্চা কেন্দ্রের সাথে যুক্ত হয়েছেন। উৎসব সহযোগি হিসেবে রয়েছে বনফুল গ্রুপ, ফোর হুইলার্স অটোমোবাইলস, এসকে-এফ, বারকোড ক্যাফে এবং স্টার অটোমোবাইল। উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক আজাদী, চ্যানেল টুয়েন্টিফোর, বাংলানিউজ টুয়েন্টিফোরডটকম এবং রেডিও টুডে।

শেয়ার করুন