“খেলাঘর আমাদের চেতনার বাতিঘর”

..

শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে খেলাঘর। খেলাঘর আমাদের চেতনার বাতিঘর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল এমপি।

শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৩টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালী উপজেলা সদরস্থ শাখা দিশারী খেলাঘর আসরের শিশু উৎসব ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসনকে খেলাঘরে কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার পরামর্শ দেন ।

অনুষ্ঠানে উদ্বোধন কবেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলাম, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক শৈবাল আদিত্য, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউনুছ, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, যুবনেতা সেহাব উদ্দিন, আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের পরিচালক হেফাজ উদ্দিন, চট্টগ্রাম মহানগর সমম্বয়কারী জেবল হোসেন, শিক্ষানুরাগী সমাজ সেবক বিধান রক্ষিত, খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল।

শুভেচ্ছা বক্তব্য দেন দিশারী খেলাঘরের উপদেষ্টা শ্যামল বিশ্বাস, পটিয়া পৌরসভার বর্ণরেখা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ খাস্তগীর, মুকুট নইটের মুক্তাঙ্গন খেলাঘর আসরের সংগঠক সনৎ বড়ুয়া,পুর্বাশা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সজিব নাথ, দ্বীপশিখা খেলাঘর আসরের ডা: মিহির বরণ বড়ুয়া,কিশোর কানন খেলাঘর আসরের রুপম চৌধুরী, মুক্ত প্রাচীর খেলাঘর আসরের মুজিবত উল্লা বাবুল।

আসরের সদস্য নাজমা আকতার ও যুথিকা দে’র সঞ্চালনায় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন শ্রীচরণ বিশ্বাস, শোক প্রস্তাব পাঠ করেন জিন্নাত উন নুর তিশা, দিশারী খেলাঘরের সংক্ষিপ্ত ইতিহাস পাঠ করেন আবদুল্লাহ ফাহিম, খেলাঘরের ঘোষনাপত্র পাঠ করেন ঐশী দে শিশু উৎসব ও সম্মেলনের দাবীনামা পাঠ করেন রাজিয়া সুলতানা।

সম্মেলনে জামাল আবদুল নাসেরকে সভাপতি ও শ্রীচরণ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু। উদ্বোধন শেষে এক শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শেয়ার করুন