খড়িয়ায় গৃহবধুর আত্মহত্যা

খড়িয়ায় গৃহবধুর আত্মহত্যা

নির্যাতন সইতে না পেরে চার সন্তানের জননী সুমী (২৮) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে নিহত সুমীর স্বজনরা এ খবর জানান। সুমী কাঠাঁলিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল একই এলাকার মৃত: আমিন উদ্দিন এর ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলামের সংসারে একটি ছেলে ও তিনটি কন্যা সন্তান রয়েছে। সে প্রায় সময় তার স্ত্রী
সুমীকে মারধর করতো। গতরাতেও তাদের মাঝে ঝগড়া হয় বলে জানান তারা। রাতেই স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষ পান করে সুমী।

এতে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমীকে মৃত বলে ঘোষনা করেন। এ খবরে স্বজনদের মাঝে আজহারি শুরু হয়। তারা স্বামীর বিচারের দাবী জানান। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে বলে জানান স্বজনরা।

নিহতের ভাই সোহেল ঢামেক থেকে মুঠোফোনে জানান, সুমী বিষ পান করেছে, পরে তার শ্বশুর বাড়ীর লোকেরা ঢাকা মেডিকেলে নেয়ার পথেই সে মারা যায়। ঢামেক থেকে ময়নাতদন্ত শেষে সুমীর মরদেহ গ্রামের বাড়ীতে আনা হবে।

তবে স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই মুঠোফোনে জানান, কি কারনে সুমী মারা গেছে, তা সঠিক বলেতে পারছেন না তিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, কাঠালিয়া ইউনিয়নে সুমী নামে গৃহবধু আত্মহত্যা করেছে এমন কোন অভিযোগ থানায় আসে নাই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।