সুনামগঞ্জে ভুট্টা প্রদর্শনী ও মতবিনিময় সভা

সুনামগঞ্জে ভুট্টা প্রদর্শনী

সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় স্থাপিত ভুট্টা প্রদর্শনী এবং ভুট্টা চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা শিলডোবার হাওরে রবিবার (৭ এপ্রিল) সাড়ে ১১টায় কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক বশির আহম্মদ সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এসময় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালামসহ
ভুট্টা চাষীগণ।

মতবিনিময় সভার পূর্বে অতিরিক্ত সচিব বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ভুট্টা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।