জঙ্গিবাদ নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল না হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজশাহীর পবা থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কখনই জঙ্গিবাদ ও সন্ত্রাসকে প্রশয় দেয় না। তারা প্রধানমন্ত্রীর ডাকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। আর আমাদের পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বাজি রেখে তাদের শক্ত হাতে মোকবিলা করেছে। আমি বলতে চাই এই সাফল্য আপনাদের সবার। যতদিন সাধারণ মানুষ এক থাকবেন ততদিন এদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি দমনের জন্য স্বপ্ন পরিসরে কাউন্টার টেররিজম ইউনিটের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে সরকার সারা দেশব্যাপী কাউন্টার টেররিজম ইউনিটকে আরো শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। এক কথায় আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য যা যা দরকার আমরা তাই করব।

আসাদুজ্জামান খান বলেন, সারাদেশে ১০৩টি জরাজীর্ণ থানা চিহ্নিত করা হয়েছে। আজ পবা থানার নতুন ভবন উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে দেশের সবগুলো থানাকে একই মডেলে একই ডিজাইনে একই সুযোগ সুবিধা দিয়ে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনীতে রূপান্তরের কাজ করে যাচ্ছে।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, আব্দুল ওয়াদুদ দারা এমপি, আয়েন উদ্দিন এমপি, আকতার জাহান এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন