সমঝোতায় আন্দোলন স্থগিত কক্সবাজার হাসপাতাল চিকিৎসকদের

সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক

সমঝোতায় আন্দোলন স্থগিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকেরা। রোববার (৭ এপ্রিল) রাতে এক বৈঠকের সমাঝোতার মাধ্যমে তারা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেন।

স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগের পরিচালক হাসান শাহরিয়ার, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসারের সমন্বয়ে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৈঠকে আন্দোলনরত চিকিৎসকেরা তাদের অভিযোগ ও দাবি তুলে ধরেন। এসময় তাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এছাড়া কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ আরো কয়েকটি দাবি তুলে ধরেন। সমন্বয়কারিরা তাদের দাবি মেনে নিয়ে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন এবং কর্মে ফেরার আশ্বাস দেন।

বৈঠকের উপস্থিত ছিলেন বিএমএ’র কক্সবাজার জেলা সভাপতি ডা. পচনু ও সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ভুল চিকিৎসায় আনোয়ার হোসেন নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে দুইজন ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা করে মৃতের স্বজনেরা। এই ঘটনার জের ধরে চিকিৎসকেরা চিকিৎসা সেবা বন্ধ করেন। রোববার পর্যন্ত টানা চারদিন চিকিৎসা সেবা বন্ধ থাকে। এসময় পুরো হাসপাতাল রোগী শূন্য হয়ে পড়ে। দুভোর্গ বাড়ে রোগীদের।