পর্নোগ্রাফি বিক্রয়-প্রচার করলে ২ বছরের কারাদণ্ড

পর্নোগ্রাফি বিক্রয়, প্রদর্শন বা যেকোনো প্রকার প্রচার করলে মোবাইল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেবে সরকার।

এ ধরনের অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।

এজন্য ‘ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯’ এর তফসিলে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২’ এর ধারা ৮ এর উপ-ধারা ৪ ও ৫ যুক্ত করে মঙ্গলবার (৭মার্চ) অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

আদেশে বলা হয়, ৮ ধারার ৪ উপ-ধারা অনুযায়ী কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে।

আর ৫ উপ-ধারায় বলা হয়েছে- কোনো ব্যক্তি পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ, প্রকাশ্যে প্রদর্শন বা যে কোনোভাবে প্রচার করলে বা ওইসব বা যে কোনো উদ্দেশ্যে পর্নোগ্রাফি প্রস্তুত, উৎপাদন, পরিবহন বা সংরক্ষণ করলেও অপরাধ হিসেবে গণ্য হবে।

এমনকি কোনো পর্নোগ্রাফি প্রাপ্তিস্থান সম্পর্কে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করলে বা ওইসব অপরাধ করার উদ্যোগ গ্রহণ করলে শাস্তি দিতে পারবে ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন