নুসরাতের গায়ে আগুন : সহপাঠী শম্পাসহ আটক ৩

ফেনীর সোনাগাজী আলিয়া মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুনের ঘটনায় শম্পাসহ ৩ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে শম্পা নামে একই মাদ্রাসার ছাত্রীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সোনাগাজী থানার এএসপি সার্কেল সাইকুল আহাম্মদ ভূঞা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সোমবার রাতে অভিযান চালিয়ে শম্পা নামে এক ছাত্রীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনকে আটক করা হলো’।

আরো পড়ুন : তরুণ নারীদের স্বাবলম্বী হওয়ার প্ল্যাটফর্ম উদ্যোক্তা মেলা

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ‘সোমবার রাতে এজাহারে পরিবর্তন আনা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলা, কাউন্সিলর মাকসুল আলম, প্রভাষক আবছার উদ্দিন, সাবেক ছাত্র শাহাদাত হোসেন শামীম, সাবেক ছাত্র নূর উদ্দিন, জাবেদ হোসেন, জোবায়ের আহম্মদ ও হাফেজ আবদুল কাদেরসহ মোট ৮ জনের এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে মাদ্রাসার ছাত্রী শম্পাসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে রাখা হয়েছে’।

শেয়ার করুন