নব আঙ্গিকে ডেবস্ওয়্যার যাত্রা শুরু চট্টগ্রামে

নব আঙ্গিকে ডেবস্ওয়্যার যাত্রা শুরু

চট্টগ্রাম : ভার্চুয়াল দুনিয়ায় সরব_সফল প্রযুক্তি সেবাদাতাদের একজন পিপুন বড়ুয়া। চট্টগ্রামের এই তরুণ এক দশক ধরে নেট দুনিয়ার অধিবাসি। কাজ করেছেন হাতে-কলমে। এবার তার হাতেই গড়ে তুললেন ডেবসওয়্যার নামের একটি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান।

চৈত্র সংক্রান্তির (১৩ এপ্রিল) শেষ বিকেলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি। বাবা পরিতোষ বড়ুয়ার সাথে কেক কেটে প্রতিষ্ঠানের উদ্বোধনের পর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন বহুদূর এগিয়ে যাওয়ার। স্বপ্ন দেখালেন উঠতি শিক্ষিত তরুণদের। বললেন, আগামী দিন প্রযুক্তির, আগামী বিশ্বও প্রযুক্তির। তাই প্রযুক্তির ব্যবহার_শিক্ষার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ভার্চুয়াল দুনিয়ায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে এখন থেকেই কাজ শুরু করতে হবে। নিজেকে এগিয়ে নিতে কাজ করতে হবে প্রযুক্তিবিদের সংস্পর্শে।

আরো পড়ুন : নুসরাতের বিচার : অনিয়মে ঠাসা ম্যাজিস্ট্রেটের স্ট্যাটাসে তোলপাড়

প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় কার্নেল হাট সিডিএ ১ নম্বর রোডের ইপসা বিল্ডিং এর ৬ষ্ট তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঠক নিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, নিউজ চট্টগ্রাম-এর নির্বাহী সম্পাদক ও প্রধান প্রতিবেদক মির্জা ইমতিয়াজ শাওন, ট্রাভেলিয়া’র সিইও অমিত বড়ুয়া, ইটিএস বাংলাদেশ এর পরিচালক মিরাজুল আলম ও রুহুল সাকিব, পাওয়ার হোষ্টিং বিডি’র পরিচালক তওহিদুল ইসলাম রবি প্রমূখ।

শেয়ার করুন