দেউলিয়ার পথে পাকিস্তান!

চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন পাকিস্তান। দেশটির অর্থনীতিতে দূর্যোগের ঘনঘটা। বিপুল ঋণে জর্জরিত পাকিস্তান। বর্তমানে দেশটির বাজারে পণ্যের অগ্নিমূল্য। অর্থনীতি প্রায় ভাঙনের মুখে।

আর্থিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি খুব দ্রুত সামাল দিতে না পারলে শীঘ্রই দেউলিয়া ঘোষিত হতে পারে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

জানা গেছে, ২০১৩-র নভেম্বর মাস থেকে বর্তমানে পাকিস্তানের মুদ্রাস্ফীতি হয়েছে ৯.৪১ শতাংশ।
এদিকে, মুদ্রাস্ফীতি হ্রাসের জন্য ১০.৭৫ শতাংশ সুদের হার কমিয়ে দিয়েছে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক।

পাকিস্তানে প্রতি লিটার দুধের দাম ১২০ টাকা যা খোলা বাজারে আরও বেশি। সেখানে লিটার প্রতি ১৮০ টাকা করে ৷
শুধু তাই নয়, সবজি বাজার, ফল, মুদিখানার জিনিস, পেট্রোল, ডিজেল সবকিছুর দামই আকাশছোঁয়া ৷

শেয়ার করুন