মন্ত্রী বীর বাহাদুরের সঙ্গে নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে

বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বান্দরবান রাজারমাঠস্থ মন্ত্রীর নিজস্ব বাসভবনে ফুলে ফুলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : আইয়ুব বাচ্চুর এলআরবি আর থাকছে না

এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ নিজের বিজয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী বীর বাহাদুরকে উৎসর্গ করেন। নিজের সফলতা অর্জনের পেছনে বীর বাহাদুর উশৈসিং- এর শক্তি সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন।

জবাবে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন-সাংগঠনিকভাবে নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগ এখনো শক্তিশালী নয়। নতুন উপজেলা চেয়ারম্যানকে দলের মধ্যে দ্বন্দ্ব দূর করতে হবে। উপজেলা চেয়ারম্যান হওয়া মানে সব কিছু অর্জন হলো তা নয়। বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে নেতা হননি। উনার আদর্শকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। উপজেলা চেয়ারম্যানকে উন্নয়নের জন্য দপ্তরে দপ্তরে গিয়ে বরাদ্দ নিয়ে আসতে হবে। সেখানে আমার সহযোগিতা থাকবে।

বক্তব্য দিতে গিয়ে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের উদ্যোশে বলেন, বিগত সময়ে প্রেসক্লাবকে কোন সহযোগিতা করার সুযোগ হয়ে উঠেনি। তাই নেতৃবৃন্দের সাথে এক সময় বসে প্রয়োজনীয় সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে প্রেসক্লাবকে সাজিয়ে দেয়ার প্রতিশ্রু দেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, ধুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ, সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ, ইউপি সদস্য নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক রহমান প্রমূখ।