শ্রীলঙ্কার গির্জায় বোমা বিস্ফোরণে নিহত অর্ধশত, আহত ২৫০

শ্রীলঙ্কার গির্জায় বোমা বিস্ফোরণ

শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি পাঁচ তাঁরা হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (২১ এপ্রিল) সকালে ইস্টার সানডে-এর প্রার্থণা চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর কলম্বো টেলিগ্রাফ, বিবিসি ও দ্য ন্যাশনালের।

আরো পড়ুন : বৈসাবি-সম্প্রীতি মেলায় অশ্লীল নৃত্য, জমজমাট জুয়ার আসর দীঘিনালায়

জানা গেছে, রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও কাটানা শহরের কাটুওয়াপিটিয়ার একটি গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর শাংরি লা হোটেল, সিনামন গ্রান্ড ও কিংসবুরি পাঁচ তাঁরা হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরো পড়ুন : মুনিরিয়ায় উত্তাল রাউজানে অবরোধ, ২৪ ঘন্টার আল্টিমেটাম

উল্লেখ্য, খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।