বিশ্ব নারী দিবসে ইউপিডিএফ ও জেএসএস’র বর্ণাঢ্য আয়োজন খাগড়াছড়িতে

বিশ্ব নারী দিবসে ইউপিডিএফ ও জেএসএস’র বর্ণাঢ্য আয়োজন

খাগড়াছড়ি : আন্তর্জাতিক নারী দিবস এবং পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থীত নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিপূর্ব নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে স্বনির্ভর বাজারের পাশে খোলা মাঠে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশশেষে বর্ণাঢ্য র‌্যালি বের করে হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ এবং ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মান্টি চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউপিডিএফ সদস্য সচিব চাকমা, সাজেক নারী সমাজ সভাপতি নিরুপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ সভাপতি সোনালী চাকমা প্রমুখ।

বিশ্ব নারী দিবসে ইউপিডিএফ ও জেএসএস’র বর্ণাঢ্য আয়োজন

অপরদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা ) নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সমিতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়ি শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নারী দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা করে।

আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি কাকলী খীসার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, দূর্গা রাণী চাকমা, অনিতা ত্রিপুরা,সিন্ধু কুমার চাকমা, মনিন্দ্র ত্রিপুর প্রমুখ।

শেয়ার করুন