ফিলিপাইনে ভূমিকম্প, নিহত ১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। সোমবার ৬.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে রাজধানী ম্যানিলার কাছে।

ভূমিকম্পে একটি ভবন ধসে পড়ে। একটি বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । এ সময় হাইরাইজ ভবনগুলোতে থাকা ভীতসন্ত্রস্ত অধিবাসীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান।

আরো পড়ুন : বাংলাদেশ ফেস্টিভ্যালে কানাডায় তিশা

অনলাইন আল জাজিরা জানায়, পাম্পাঙ্গা প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । সবচেয়ে বেশি অর্থাৎ ১১ জন নিহত হয়েছেন সেখানে। রাজধানী ম্যানিলা সহ অনেক স্থানের ধ্বংসস্তূপে আটকে আছেন অনেক মানুষ। সেই সব এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন। যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় আটকা পড়া মানুষদের কি অবস্থা তা নিশ্চিত হওয়া যায় নি।

প্রথম ভূ-কম্পনের পর এ নিয়ে ৪০০ বারেরও বেশি কম্পন অনুভূত হয়েছে সেখানে।