এনটিভি ‘হা-শো’ ও বাংলাভিশন তারকা
সিনথিয়া এবার চট্টগ্রামে সুন্দরী প্রতিযোগিতায়

হাবিব তাজকিরাজ সুন্দরী প্রতিযোগিতায় এনটিভি ‘হা-শো’র ৪র্থ স্থান অর্জনকারী সিনথিয়াকে ইয়েস কার্ড দিচ্ছেন সাফিয়া গাজী রহমান

চট্টগ্রাম : ‘চিটাগাইংগা মাইয়া’ সিনথিয়া চৌধুরী। জোকস পারফরমেন্স ভিত্তিক প্রথম রিয়েলিটি শো বেসরকারি টেলিভিশন এনটিভির জনপ্রিয় কমেডি প্রতিযোগিতা ‘হা-শো’র মঞ্চে এ নামেই নিজেই যেন ব্রান্ড। প্রতিযোগিতায় বিচারক অভিনেতা আব্দুল কাদের, তুষার খান, চিত্রনায়িকা নিপুন এবং অনুষ্ঠান উপস্থাপক দেবাশীষ বিশ্বাসসহ পুরো আয়োজন মুগদ্ধতায় মাতিয়ে রেখেছিলেন ৪র্থ স্থান অর্জনকারী সিনথিয়া চৌধুরী।

আরো পড়ুন : এসপির তদন্তে অভিযোগ প্রমানিত, ওসি বললেন এসআই নির্দোষ
আরো পড়ুন : মুজিববর্ষ উদযাপন : দেশব্যাপী ‘হাসুমণির পাঠশালা’র উদ্বোধন

এছাড়াও কমেডিয়ান হিসেবে ধারাবাহিক কাজ করছেন বাংলাভিশন টক ঝাল মিষ্টি শো, বাংলাদেশ টেলিভিশন ও চট্টগ্রামের অনলাইন সিপ্লাস টিভিতে।

সিনথিয়া এবার সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখালেন। চট্টগ্রামের সবচেয়ে বড় ধামাকা ‘মিষ্টার এন্ড মিস হাবিব তাজকিরাজ’ প্রতিযোগিতা। আগামী ২৭ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন হলে (আইসিসি) অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় ইতিমধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন সিনথিয়া চৌধুরী। ফেইসবুক ভিত্তিক পোলে ভোটিংয়ে ১৫ প্রতিযোগীর মধ্যে ৪ হাজারেরও অধিক ভোট পেয়ে এখন আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্ধেকেই পিছিয়ে রয়েছে।

ভক্তরা মনে করছেন, সিনথিয়ার অতীতের সকল রেকর্ডে বিচার কার্যে এগিয়ে থাকবে এবং চট্টগ্রামের সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে আনবে।

২০১৩ সালে ‘হা-শো’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মেয়ে সিনথিয়া চৌধুরী। কর্পোরেট অনুষ্ঠানে প্রপেশনাল উপস্থাপনায়ও নৈপুন্যতা দেখিয়েছে। বাংলাভিশন টক ঝাল মিষ্টি কমেডি শো’তে
দেবাশীষ বিশ্বাস ও আবু হেনা রণির সাথে জুটে বেঁধে নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন। ঢাকায় বড় পরিসরে কাজ করা মেয়েটি এখন চট্টগ্রামে প্রতিষ্ঠিত হতে চায়।

মিস এন্ড মিষ্টার হাবিব তাজকিরাজকে সেই প্ল্যাটফর্ম হিসেবে বেচে নিয়েছে সেরা কমেডিয়ান সিনথিয়া।

এনটিভি ‘হা-শো’ কন্যা সিনথিয়া বলেন, ‘কখনো কমেডি করবো চিন্তাও করিনি। শৈশব থেকেই লক্ষ্যটা আমার উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। পড়াশোনার এক ফাঁকে ২০১৩ সালে বিজ্ঞাপন দেখে ‘হা-শো’র অডিশনে অংশ নিই। ‘হা-শো’তে অংশ নেয়ার অভিজ্ঞতা মিডিয়া জীবনে এগিয়ে যাবার পথ সহজ করেছে। বেড়েছে আত্মবিশ্বাসও। বিচারকদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া ‘চিটাগাইংগা মাইয়া’ উপাধি আমাকে চট্টগ্রামকে নতুন করে ভালবাসতে শিখিয়েছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামে মিডিয়ায় নিজেকে সমৃদ্ধ করতে চাই। ‘মিস্টার এন্ড মিস’ হাবিব তাজকিরাজ’ অনুশীলন ক্যাম্পে স্যারদের আকুন্ঠ সহযোগিতা পাচ্ছি। এই প্রতিযোগিতা থেকেও অনেক কিছু শিখছি। এখন সকলের দোয়া চাই।

মিষ্টার এন্ড মিস হাবিব তাজকিরাজের আয়োজক হাবিব তাজকিরাজে চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহমেদ জানান, প্রথমবারের মতো আয়োজিত মেগা রিয়েলিটি শো ‘মিস্টার এন্ড মিস’ হাবিব তাজকিরাজ প্রতিযোগিতায় রীতিমত তারকামেলা বসতে যাচ্ছে। পুরো আয়োজনের সার্বিক নেতৃত্ব দিচ্ছেন মিস বাংলাদেশ’র বিচারক মডেল খালিদ হোসেন সুজন।

আগামী ২৭ এপ্রিল নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য চুড়ান্ত প্রতিযোগিতায় তারকা অতিথি থাকবেন দেশের জনপ্রিয় চলচিত্র অভিনেতা ফেরদৌস, টেলিভিশন অভিনেতা ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশি। এদের মধ্যে চুড়ান্ত রাউন্ডের বিচারক থাকবেন চিত্রনায়ক ফেরদৌস এবং ইরফান সাজ্জাদ।

শেয়ার করুন