বাদাঘাট ইউনিয়নে বিট পুলিশিং অফিস উদ্বোধন

বাদাঘাট ইউনিয়নে বিট পুলিশিং অফিস উদ্বোধন

সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বাদাঘাট ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারি পুলিশ সুপার বাবুল আক্তার, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মাসুক মিয়া, বাদাঘাট ইউনিয়ন বিট পুলিশিং এর কর্মকর্তা এস আই আমির উদ্দিন ও সহকারী কর্মকর্তা এ এস আই মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় মতবিনিময় সভায় বক্তারা বাদাঘাট ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, জঙ্গি দমন, শিলং তীর খেলাসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও আইনশৃংখলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে বাদাঘাট ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বাদাঘাট ইউনিয়ন বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধন করা হয়।