জব্বারের বলী খেলায় কুমিল্লার শাহজালাল চ্যাম্পিয়ন

জব্বারের বলী খেলায় কুমিল্লার শাহজালাল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের লালদিঘী মাঠে ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১০তম আসরে কুমিল্লার শাহজালাল বলী একই জেলার সাবেক চ্যাম্পিয়ন তৌহিদুল হক জীবনকে পরাস্থ করে এবারের আসরের চ্যাম্পিয়ন মাল্যটি গলায় তুলে নিলেন।

বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) বিকেলে শেষ রাউন্ডে গত আসরের জীবনকে ধরাশয়ী করেন।

খেলার পরিচালক এম.এ মালেক, কাউন্সিলর ইসমাইল বালী ও লেদু যৌথভাবে বিজ্ঞ বিচারে প্রায় শতাধিক বলীকে পিছনে ফেলে জয়ের শেষ হাসি হেসে ট্রপি, নগদ ২০ হাজার টাকা, গোল্ডের ক্রেস্ট ও সনদপত্র নিয়ে রাতেই কুমিল্লার পথে রওনা দেন।

আরো পড়ুন : শ্রীলংকায় মুসলমানদের মসজিদে না যাওয়ার আহ্বান

সন্ধ্যায় খেলা শেষে সিএমপি পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন।এসময় বিশেষ অতিথি-চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, গ্রামীন ফোনের হেড অব(অফারেশন মার্কেটিং) ম্যানেজার সাজ্জাদ আলম।

বলী খেলাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও বৈশাখী মেলায় বাশঁখালী কালি পুরের লিচু এবং মৃৎ ও কুটির
শিল্পের পন্য পুরো লালদিঘী-কোতোয়ালী ও আন্দরকিল্লাহ জুড়ে লোকে লোকারন্য ছিল। মেলাটি কাল শুক্রবার পর্যন্ত
চলবে বলে মেলা আয়োজক সূত্রে জানান।

শেয়ার করুন