হাসি ছড়িয়ে চলে গেলেন ‘হাসির রাজা’ আনিস

আনিসুর রহমান আনিস। ফাইল ছবি

বাংলা চলচ্চিত্রের আরো এক ‘হাসির রাজার’ প্রস্থান। না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার রাত প্রায় ১১টার দিকে তার নিজ বাসভবন রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার জামাতা মো. শিমুল।

আরো পড়ুন : চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
আরো পড়ুন : সেতু নেই তাই লাশ নিয়ে সাতার

শিমুল জানান, আনিসুর রহমান রাতে খাওয়া শেষে নামাজ পড়েন। এরপর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। সোমবার সকালে টিকাটুলি মসজিদে জানাজার পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, আনিসুর রহমান আনিস ১৯৬৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক যুগিয়েছেন। তিনি এমন একজন অভিনেতা যিনি জীবনভর সবাইকে শুধু হাসিয়েছেন। এজন্য তাকে ‘হাসির রাজা’ বলাই যায়।

শেয়ার করুন