লামায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

.

“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” স্লোগানকে সমুন্নত রেখে সারাদেশের ন্যায় বান্দরবানের লামায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী “৪০তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০১৯”।

সোমবার (২৯ এপ্রিল) সকাল হতে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ২৯ ও ৩০ এপ্রিল লামা টাউন হলে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় র‌্যালী মধ্য দিয়ে বিজ্ঞান মেলা শুরু হয়। র‌্যালীত পরর্বতীতে লামা টাউনহলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লামা উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন নতুন উদ্ভাবনী জিনিস নিয়ে মেলায় অংশ নেয়। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, লামা থানার প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশারফ, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমূখ।

উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারী মো.কামরুল হাসান পলাশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধী সমাজের লোকজন অনুষ্ঠানে যোগ দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, মঙ্গলবার (৩০ এপ্রিল) বিজ্ঞান অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিষ্ঠান হতে অনধিক ৫জন শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করতে পারবে বলেও জানান তিনি।