যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা- নিহত ২, আহত ৪

যুক্তরাষ্ট্রের পারটানবার্গ শহরের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনায় এক বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার(৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শার্লট ক্যাম্পাসের একটি ভবনে এ ঘটনা ঘটে।

পারটানবার্গ শহরের কাউন্টি শেরিফ লেফটেন্যান্ট কেভিন বোবো গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন একটি এপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ প্রধান জেফ বেকার রয়টার্সকে বলেন, সন্ধ্যার দিকে আমাদের কাছে ফোন আসে যে, এক ব্যক্তি কয়েকজন শিক্ষার্থীকে গুলি করেছে। খবর শুনে দ্রুত তিনজন পুলিশ কর্মকর্তা ওই ভবনে গিয়ে হাজির হয়। তারা ওই বন্দুকধারীকে নিরস্ত্র করে তাকে হেফাজতে নিয়ে আসে।

জেফ বেকার জানান, আমাদের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের কারণে অনেকগুলো জীবন রক্ষা পেয়েছে। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত। রাতেই অভিযুক্ত বন্দুকধারীকে শনাক্ত করা হয়। ২২ বছর বয়সী ওই যুবকের নাম ট্রিস্তান অ্যান্ড্রু টেরেল। তবে হামলার কারণ কী সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলতে পারেননি জেফ বেকার।

এদিকে স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে ওই বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালযের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকতে পারে । এছাড়াও মঙ্গলবার রাতে হতে যাওয়া ক্যাম্পাসের ফুটবল স্টেডিয়ামে কনসার্টের আয়োজন বাতিল করা হয়েছে।