ক্রোম ব্যবহারকারীদের তথ্য চুরি করতে নতুন স্ক্যাম

ক্রোম ব্যবহারকারীদের আইডি, অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের তথ্য গোপনে চুরি করতে ক্রোম ব্রাউজারে ছড়িয়ে পড়ছে নতুন স্ক্যাম।

ব্যবহারকারীদের বোকা বানাতে নতুন কৌশলও নিয়েছে হ্যাকাররা। এ জন্য তারা স্মার্টফোনে সাইবার হামলা করে ক্রোম ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে হুবহু আরো একটি ভুয়া অ্যাড্রেসবার সংযুক্ত করে এই নকল অ্যাড্রেসবারের সাহায্যে বিভিন্ন সামাজিক বা আর্থিক প্রতিষ্ঠানের সাইটে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে বলা হয়।

নকল অ্যাড্রেসবার বুঝতে না পেরে অ্যাড্রেসবারে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিলেই তা হ্যাকারদের হাতে চলে যায়। স্ক্যামটি এত নিখুঁতভাবে পরিচালনা করা হয়ে থাকে যে অনেক ক্ষেত্রেই তা শনাক্ত করতে পারে না ব্যবহারকারীরা ।

শেয়ার করুন