
পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন দেশের ৫৮৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। ইতিমধ্যে বন্দিদের মুক্তি দিতে আইনী প্রক্রিয়াও শুরু হয়েছে।
দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ঈসা আল হুমায়ূন বলেন, এসব বন্দিরা যাতে নতুন করে আবার তাদের পরিবারের সঙ্গে সুন্দর জীবন শুরু করতেই দুবাই শাসক এ নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুন : সৌদি আরবে সড়ক দুর্ঘটনা- নিহত ১১ বাংলাদেশি
এছাড়াও দুবাইতে রমজান মাস উপলক্ষে দেশটির পণ্যবাজারে বিশাল মূল্যছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।
সেইসঙ্গে পবিত্র রমজান মাসে কেউ যাতে ভিক্ষাবৃত্তির নামে ব্যবসা করতে না পারে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছেন শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।