প্রতিবাদ সমাবেশে বক্তারা
সাংবাদিক আকাশের ওপর হামলাকারীদের গ্রেফতার করুন

সাংবাদিক আকাশের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ আয়োজিত প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম : দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি, সাংবাদিক এম এস আকাশের উপর হামলাকারীসহ তাদের গডফাদারদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা।

সোমবার (৬ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে চট্টগ্রামের বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এ দাবি জানান।

আরো পড়ুন : আন্তর্জাতিক নৃত্য উৎসবে সম্মাননায় ভূষিত নৃত্যশিল্পী মৌ
আরো পড়ুন : এবার শতভাগ পাশ ২৫৮৩ শিক্ষা প্রতিষ্ঠানে

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ‘শুধু হামলাকারী দুর্বৃত্ত নয়, সাংবাদিক আকাশের ওপর হামলাকারীদের আশ্রয়দাতাদেরও খুজে বের করতে হবে। এ ঘটনার অন্তরালে যদি ফটিকছড়ির চিহ্নিত গডফাদারদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাদেরকেও ছাড় না দেয়ার দাবি জানানো হয়।’

বক্তারা বলেন, ‘এম এস আকাশ একজন সৎ ,সাহসী ও মেধাবী সাংবাদিক। জন-প্রতিনিধির পোশাকে এক শ্রেনীর লুটেরা গোষ্ঠী ফটিকছড়িতে সরকারি বরাদ্দ লুটপাট করছে। সরকারি বালু মহাল থেকে বিনা ইজারায় বালি লুটপাট করছে।
আকাশ তার লেখনির মাধ্যমে এসব দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেয়ায় লুটেরা গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে তাকে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনার পর ফটিকছড়ির সাংসদ হিসেবে সৈয়দ নজিবুল বশর এখনো পর্যন্ত আকাশকে হাসপাতালে একনজর দেখতে যাননি। নেননি তার চিকিৎসার খোঁজ খবর। উল্টো তার আচরণ আকাশের ওপর হামলাকারীদের পক্ষে বলে প্রচার রয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘এক বছর আগে আকাশের বিরুদ্ধে ৫৭ ধারায় দুটি মামলা করানো হয়। ঐ দুই মামলার বাদী ছিল জামায়াতপন্থি এক ঠিকাদার। মামলার এক বছর পর তার ওপর পরিকল্পিতভাবে হামলা করে এসব কথিত জন-প্রতিনিধির লালিত সন্ত্রাসীরা।’

বক্তারা বলেন, ‘সাংবাদিকদের সাথে বিরোধে জড়াবেন না। দেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদেরও রক্ত ঝড়েছে।’

তারা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিকবান্ধব একজন প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের কল্যাণে নানামুখী প্রকল্প গ্রহণ করেছেন। অথচ খোলস পাল্টানো এক শ্রেনীর জন-প্রতিনিধি সাংবাদিক সমাজকে রাষ্ট্রের মুখোমুখি করছে ‘

সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশের প্রতি উদ্দেশ করে বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিবেন না। আকাশের ওপর হামলাকারীদের গ্রেফতার করুন সে যে দলের বা পক্ষেরই হোক ‘

চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সদস্য সচিব ও বিএফইউজে’র সাবেক সদস্য মো. ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে সদস্য আযহার মাহমুদ, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার প্রমুখ।

শেয়ার করুন