রোহিঙ্গার জুতায় ২ হাজার ইয়াবা, আটক ২

ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা যুবক

কক্সবাজার : টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দুই রোহিঙ্গা যুবকের জুতার তলায় কৌশলে লুকিয়ে পরিবহনের সময় ২ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ মে) ভোর রাতে কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় ঢাকাগামী সৌদিয়া পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন : মিয়ানমার বিমানবন্দরে ছিটকে পড়লো বিমান
আরো পড়ুন : ‘মৃত’ মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে

গ্রেফতার দুইজন হলেন লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আলী হোসেনের ছেলে মো. হোসেন (২০) ও আবদুর রহিমের ছেলে সুলতান আহমেদ (১৮)। তারা ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় চারটি জুতার তলায় মোট ২ হাজার পিস ইয়াবা লুকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলো দুই রোহিঙ্গা যুবক। পরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু করা হবে।