খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

খাগড়াছড়ি : বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্বি রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বুধবার (৮ মে) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে খাগড়াছড়ি সরকারি হাই স্কুল মাঠ সংলগ্ন রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এসে আলোচনা সভা করে।

আরো পড়ুন : পাহাড়ে প্রাণঘাতি হানাহানি নয়, জনকল্যানে কাজ করার আহবান
আরো পড়ুন : মিয়ানমার বিমানবন্দরে ছিটকে পড়লো বিমান

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের সভাপতি ও পার্বত্য
জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এড. জসিম উদ্দিন মজুমদারের
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পাজেপ সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু, ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী প্রমূখ।

বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল গনি ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট প্রধান হাফসা বেগম। এ সময় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর ১৯১তম জম্ম বার্ষিকী উপলক্ষে তার আত্মজীবনী তুলে ধরে তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।