ইরাকে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৮

ইরাকের রাজধানী বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রয়টার্স ও ডেইলি সাবাহ জানায়, বৃহস্পতিবার(৯ মে) পূর্ব বাগদাদের জামিয়াবাজারে এই বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়াবাজারের ভিড়ের ভেতরে ঢুকে এবং এই বিস্ফোরণের ঘটনা ঘটায়।

আইএস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদ শহরে বিস্ফোরণ চালিয়েছে। বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

স্থানীয়রা যখন বাজারে ইফতারের জন্য তৈরি হচ্ছিল তখনই বিস্ফোরণটি ঘটানো হয়।

স্থানীয় আল কিন্দি হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা এ পর্যন্ত আটজনের মরদেহ গ্রহণ করেছে।

তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালে আইএসমুক্ত হয় ইরাক। কিন্তু এর পরও দেশটিতে অব্যাহতভাবে বোমা হামলার ঘটনা ঘটছে।

গত বছরের নভেম্বরে দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হন। এ ছাড়া জানুয়ারিতে বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হন।