ইসমাম হত্যার বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : নগরের খুলশী থানার সেগুনবাগানে তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র ইসমাম হায়দার তসলিম হত্যার বিচার চেয়ে মানবন্ধন করেছে তার সহপাঠীরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে প্রেসক্লাব চত্বরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সহপাঠী আবু সাঈদ ইমনের সঞ্চালনায় আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নগর ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

তিনি বলেন, মাদ্রাসার কোমলমতি ছাত্রদের হোস্টেল, ছাত্রাবাসে পাশবিক নির্যাতন করার খবর নতুন কিছু নয়। শিক্ষকতার মহান পেশাকে কলঙ্কিত করে ধর্মীঁয় রীতিনীতি অবজ্ঞা করে শিক্ষার্থীদের যৌন হয়রানি করা হচ্ছে। স্কুল হোক, মাদ্রাসা হোক ছাত্রাবাসগুলো নজরদারির আওতায় আনা উচিত।

তিনি আরও বলেন, লজ্জা হয় যখন একজন শিশু এসে আমাদের জানায় তার শিক্ষক তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, যৌন হয়রানি করেছে। আমরা এসবের পরিত্রান চাই। শিক্ষার নামে যৌন হয়রানী বন্ধ করতে হবে। নিহত মাদ্রাসা ছাত্র ইসমামের হত্যার বিচার করতে হবে।

তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র মো. রুবেল বলেন, অনতিবিলম্বে আমাদের সহপাঠী হায়দার তসলিমের বিচার করতে হবে। দৃষ্টান্তমূলক বিচার না হলে আমি, আমরা কেউ নিরাপদ থাকব না তখন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাফায়েত ফাহিস, ইনজামুল ইমু, মোজ্জাম্মেল হোসাইন নিরব, হাবিব সোহান, জাকেরিয়া,ফয়সাল, আসিফ ও নাজিমসহ প্রমুখ।

উল্লেখ্য, ৮ মার্চ খুলশী থানার সেগুনবাগানে তালিমুল কোরআন মাদ্রাসা থেকে ছাত্র ইসমাম হায়দার তসলিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, নির্যাতনে তসলিমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতেই বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় ভাঙচুর চালায় এবং দোষীদের বিচারের দাবি জানায়।

শেয়ার করুন