নারি পুলিশের সঙ্গে কাউন্সিলরের ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ পরে দু:খ প্রকাশ

কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব

চট্টগ্রাম : নগরের কোতোয়ালী থানা থেকে এক প্রাইভেটকার চালককে ছাড়িয়ে নিতে গিয়ে নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। পরে বিষয়টি মিটমাট হয়ে গেছে বলে জানা গেছে। দু:খ প্রকাশ করেছেন কাউন্সিলর।

শনিবার (১১ মে) সন্ধ্যায় থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি অভ্যন্তরীণ জিডি করেছে পুলিশ।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন কাদের, দেশে ফিরছেন বুধবার
আরো পড়ুন : অবশেষে ফেনীর পুলিশ সুপার প্রত্যাহার

হাসান মুরাদ বিপ্লব মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য।

পুলিশ জানায়, শনিবার বিকালে কোতোয়ালী থানার জিপিও মোড়ে ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর ঘটনায় রকিবুল আলম (২৬) নামে এক প্রাইভেট কার চালকের সঙ্গে ট্রাফিক পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। এ সময় কোতোয়ালী থানা পুলিশের একটি টিম রকিবুলকে থানায় নিয়ে আসেন। পরে ওই কার চালক রকিবুলকে ছাড়াতে দলবল নিয়ে কোতোয়ালী থানায় হাজির হন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এ সময় থানায় ডিউটি অফিসারের দায়িত্বে থাকা পিএসআই নেলী দাশের সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেন তিনি।

বিষয়টি স্বীকার করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এক নারী পুলিশ সদস্যের সঙ্গে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের ভুল বুঝাবুঝি হয়েছে। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিষয়টি মিটমাট হয়েছে।’

এ প্রসঙ্গে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘রকিবুলের সঙ্গে এক ট্রাফিক পুলিশ সদস্যের কথা কাটাকাটি হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। রকিবুল আমার এলাকার ছেলে। তাই কী হয়েছে তা জানতে থানায় গিয়েছিলাম। ডিউটি অফিসারের দায়িত্বে থাকা নেলী দাশকে যখন আমার পরিচয় দিই তখন তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। বলেন- আপনি কাউন্সিলর হয়েছেন তাতে আমার কী। তখন তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। পরে অবশ্য আমি নিজেই এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছি।’

শেয়ার করুন