কাজের পেছনে লেগে থাকলে সফলতা আসবেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার সেরা অংশটা গ্রহণ করতে হবে। জীবনে যা করবে ভালোভাবে করবে এবং লেগে থাকবে-তাহলে সফল হবে, কাজের মূল্যায়ন পাবে।

বৃহস্পতিবার (১৬ মে) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও স্নাতোকোত্তর শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বেলা সোয়া দুইটায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন-এর চেয়ারম্যান দিলদার আহমদ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি)-এর পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চেীধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম,
পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাঈফুদ্দীন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন