সীতাকুণ্ডে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, নারীসহ আটক ৭

সীতাকুণ্ডের মুরাদপুরে মাটি ভরাটকে কেন্দ্র করে আবুল কালাম (৩০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ৪ নং পূর্ব মুরাদপুর দেলিপাড়া এলাকার বজলুর রহমানের পুত্র।

পুলিশ ঘটনার পর অভিযান চালিয়ে ৭ নারী পুরুষকে আটক করেছে।

স্থানীয়রা জানান, মুরাদ, সাইফুল, আলমগীর, জয়নাল, সাকায়েত উল্ল্যার নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে দেলী পাড়া গ্রামে আরিফ সওদাাগরের দোকারের সামনে আবুল কালামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম।

স্থানীয় সুত্রে জানা যায় , গত কয়েক দিন পূর্বে সমুদ্র উপকুল বেড়ী বাঁধের মাটি ভরাটকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ঘটনার সুত্রপাত ।

সীতাকুণ্ড সার্কেলের এএসপি শম্পা রানী সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারী ৬ জনকে আমরা আটক করেছি।

এদিকে পুলিশ ৬ জনকে আটকের কথা বললেও স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে ৭ জন হচ্ছে মোঃ কামাল উদ্দিন (৩০), নাজিম উদ্দিন (৬০) , নুরুল হুদা (৩৭), আলাউদ্দিন (২৭) ,আমজাদ হোসেন (১৮), এইচ এস মুরাদ (২৮) এদের বাড়ি পূর্ব মুরাদপুর আর নাজিম উদ্দিন (২৯) এর বাড়ি মীরসরাই।