মহানগর তাঁতীদলের প্রতিনিধি সভায় ডা: শাহাদাত
গণবিরোধী কাজের ফলে সরকারের গণভিত্তি নেই

কেন্দ্রীয় তাঁতীদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ডা: শাহাদাত হোসেন।

চট্টগ্রাম : মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন বলেছেন, গণবিরোধী কাজের দরুন এখন সরকারের কোনো গণভিত্তি নেই। আওয়ামীলীগ সরকার ঔপনিবেশিক শাসনের মতো জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের স্বাধীনতাকে হরণ করেছে। তাই গণশক্তির কাছে এই সরকার নতজানু হয়ে পড়েছে। শেখ হাসিনার অপশাসন জনগণ সকল শক্তি দিয়ে রুখে দিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রীকে কারামুক্ত করতে সংগ্রামী জনতা রাজপথে নেমে আসবে।

শুক্রবার (১৭ মে) বিকেলে নগরীর নাছিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর তাঁতীদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মো: মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক গোলাম মাওলা খান বাবলু, মো: জাহাঙ্গীর আলম।

সভায় কেন্দ্রীয় কমিটির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান বলেন, দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র অনুপস্থিত। হারানো গণতন্ত্রকে ফিরে আনার জন্য শক্তশালী ব্যালটের সুযোগ হয়েছিল ৩০ ডিসেম্বরের নির্বাচনে। কিন্তু সেই সুযোগ আওয়ামী সন্ত্রাসী পেশি শক্তির কাছে পরাজিত হয়েছে। বর্তমানে দেশে যে জাতীয় সমস্যা চলছে সেই সমস্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই সমাধান হবে।

তাঁতীদল চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক মো: ছিদ্দিকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদ’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর তাঁতীদল নেতা নিজাম উদ্দিন নিজাম, কেএম জিয়াউর রহমান, মো: হারুন, আবুল কাশেম, মো: সোহাগ, মো: আনোয়ার হোসেন, মো: কামাল উদ্দিন, মো: জাহাঙ্গীর, উত্তম কুমার দাশ, মো: জাহেদ আনসারী, নাজিম উদ্দিন খান, মো: নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন