মাতামুহুরী সেতু দেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম : অতি ঝুঁকিপূর্ণ জীর্ণ মাতামুহুরী নদীর সেতু দেবে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২২ মে) গভীর রাত থেকে কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। এতে সীমাহীন দুর্ভোগে পরেছে নদীর দুই পাড়ের মানুষ, দূরপাল্লার যাত্রী। আবার কোন কোন যান বাহন বিকল্প সড়ক ব্যবহার করে ঘুরে ঘুরে যাতায়াত করছে। সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন : নৌ-পথ নিরাপত্তায় যাত্রী কল্যাণ সমিতির ১৮ দফা প্রস্তাব
আরো পড়ুন : মালদ্বীপ প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে সুবর্ণ সুযোগ

স্থানীয়রা জানান, অতি ঝুকিপূর্ণ মাতামুহুরী সেতু জোড়াতালির মেরামত করতে গিয়ে পূর্বে দেবে যাওয়া বিশাল ফুটো ভেসে উঠেছে। ফলে রাত ১০টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এসময় চকরিয়া পৌরশহরের ঈদ বাজারে সওদা করতে যাওয়া শত শত নারী পুরুষকে পায়ে হেটে বাড়ী ফিরতে দেখা গেছে। দূরপাল্লার যানবাহনগুলো বাঁশখালী ও পেকুয়া হয়ে চলাচল করতে দেখা গেছে।