ঢাবি শিক্ষককে বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবি শিক্ষককে বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হকের ওপর ‘অন্যায়ভাবে আরোপিত ভিত্তিহীন অভিযোগ, সাময়িক বহিষ্কার আদেশ এবং বিভাগীয় সকল ষড়যন্ত্রের প্রতিবাদে’ মানববন্ধন করেছেন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অধ্যাপক ড. রিয়াজুল হক বিগত প্রায় এক দশক ধরে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তাকে বহিষ্কারের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পুরোপুরি গোপনে এবং অধ্যাপক রিয়াজকে কোনও লিখিত কিংবা আনুষ্ঠানিকভাবে সতর্ক না করেই।’

মানববন্ধনে অংশ নেওয়া উন্নয়ন অধ্যয়ন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী সুমাইতা ফাতেমা বলেন, ‘স্যারের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। যে লেকচারটি নিয়ে অভিযোগ করা হয়েছে তা ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। সেখানে জেন্ডার স্টাডিজের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া বিতর্কিত কোনও কিছু নেই।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালনের উন্নয়ন বিভাগের শিক্ষার্থী আসিফ এম সালেহীন বলেন, ‘স্যার গত এগার বছর ধরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি পড়াচ্ছেন। আর এত বছর পরে এই তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন।’

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় ক্লাসরুমে ‘অপ্রাসঙ্গিক ও অশালীন ছবি’ প্রদর্শনের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত হন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হক।

শেয়ার করুন