
ছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছেন জাহিদ হাসান। তার এই উপকারের জন্য মহল্লার ছোট-বড় সবাই তাকে মামা বলে ডাকেন। এই মামা ডাকে বেজায় আনন্দও পান তিনি।
কিন্তু হঠাৎ করেই মামা শব্দটা তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ তিনি যে মেয়েকে পছন্দ করেন, সেই মেয়েও তাকে মামা ডাকতে শুরু করেছে। এমনই এক জমার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘মামুন মামা’। আরটিভিতে ঈদের দিন রাত ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
আরো পড়ুন : বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো তিন বন্ধুর প্রাণ
আরো পড়ুন : ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও টিকিট কালোবাজারী বন্ধ করুন
হাস্যরসাত্মক গল্পের এই নাটকটি লিখেছেন ফরহাদ লিমন, পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, পিয়া বিপাশা, আনন্দ খালেদ, লায়লা হাসান, নাদিয়া ফারজানা, কাজী উজ্জ্বল, শম্পা নিজাম, ফরহাদ লিমন, মোশাররফ হোসেন প্রমুখ।