আ’লীগ নেতা হত্যা: বান্দরবানে অর্ধদিবস হরতাল

আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে অর্ধদিবস হরতাল চলছে।

বান্দরবান : আওয়ামী লীগ নেতা চথোয়াইমং মারমাকে হত্যার প্রতিবাদে রোববার সকাল থেকে অর্ধদিবস হরতাল চলছে। যে কারণে বান্দরবান-রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম-ঢাকা সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

হরতালের সমর্থনে বান্দরবানে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন।

আরো পড়ুন : সোনাইছড়িতে বন্য হাতির আক্রমণে উপজাতীয় কৃষকের মৃত্যু
আরো পড়ুন : বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো তিন বন্ধুর প্রাণ

শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহনও। হাটবাজারগুলোতে খোলেনি কোনো ধরনের দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বান্দরবানে জেলা আওয়ামী লীগ সাতটি উপজেলায় আধাবেলা হরতালের ডাক দেয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে আওয়ামী লীগ পৌর কমিটির সহসভাপতি চথোয়াইমং মারমাকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার চার দিনের মাথায় কুহালং ইউনিয়নের জর্দানপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।