হেফাজতের হুমকি
সরকারের পতন না ঘটিয়ে তৌহিদি জনতা ফিরবে না

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম

চট্টগ্রাম : সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক ভাস্কর্য অপসারণ করা না হলে আবারও ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালনের হুমকি দিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। একইসঙ্গে তারা সরকারের পতন ঘটানোরও হুমকি দিয়েছে।

গ্রীক ভাস্কর্য অপসারণ এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (১০ মার্চ) নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গেটে জুমার নামাজের পর এক বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে হেফাজত নেতারা সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইসলাম বিদ্বেষী আইন হচ্ছে। পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী পাঠ যোগ করার পাশাপাশি সংবিধান থেকে ইসলামের মৌলিক বিধান তুলে দেয়া হয়েছে। নারী নীতিমালার নামে মা-বোনদের বেহায়াপনার দিকে ঠেলে দেয়া হয়েছে।

নেতারা আরো বলেছেন, আগেরবার আমরা হেফাজত আমিরের নির্দেশে শাপলা চত্বরের অবস্থান কর্মসূচী থেকে চলে এসেছিলাম। কিন্তু এবার আর ফিরব না। গ্রিক মূর্তি অবিলম্বে অপসারণ না করা হলে ঢাকা ঘেরাও করে আবারও শাপলা চত্বরে আমরা অবস্থান নেব। সরকারের পতন না ঘটিয়ে তৌহিদি জনতা এবার শাপলা চত্বর ছেড়ে আসবে না।

তাদের দাবি সরকারের এই নীতির বিরুদ্ধে আন্দোলন করায় মিথ্যা মামলায় হেফাজত নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহীনসহ নগর কমিটির নেতারা বক্তব্য দেন।

শেয়ার করুন