বায়েজিদে মদ তৈরির সরঞ্জামসহ ৩ উপজাতীয় যুবক আটক

বায়েজিদে মদ তৈরির সরঞ্জামসহ ৩ উপজাতীয় যুবক আটক

চট্টগ্রাম : তিনশ লিটার মদসহ তিন উপজাতীয় যুবককে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিচ মদ তৈরির বিশেষ উপকরণসহ তিনশ লিটার মদ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ মে) পশ্চিম শহীদনগরস্থ আমতল সংলগ্ন আলহাজ্ব সাইফুল ইসলামের ছাফা মারওয়া ভিলা ৫ম তলায় ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন : নুসরাত হত্যা : ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আরো পড়ুন : তিন দেশ সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

আটকরা হলেন খাগড়াছড়ির পানছড়ি থানার ভারত বর্ষপড়া রঞ্জন চাকমার ছেলে বিপিন চাকমা প্রকাশ লিপিন চাকমা (৩২), একই জেলার লক্ষ্মীছড়ির বিহারপাড়ার কনক কুমার চাকমার ছেলে রিতন চাকমা (২০) এবং খাগড়াছড়িরর উল্টাছড়ি বিহারপাড়ার দিনয়সুখ চাকমার ছেলে মিটন চাকমা (২৫)।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক উৎপল চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তিন উপজাতীয় যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনশ লিটার মদসহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন