মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশ নেত্রীর মুক্তির মাধ্যমে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে

মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন আমরা আর বেগম খালেদা জিয়ার মুক্তি চাইব না, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবোই। দেশনেত্রীর মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্র, জনগণের ভোটধিকার ও আইনের শাসন ফিরিয়ে আনা হবে।

বুধবার (২৯ মে) বিকালে রীমা কমিউনিটি কনভেনশন হলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরো পড়ুন : জাপানের সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি
আরো পড়ুন : ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ

তিনি বলেন, চট্টগ্রামের আন্দোলন সংগ্রামের যে ইতিহাস তা অক্ষুন্ন রেখে চট্টগ্রাম থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করার আন্দোলন শুরু হবে।

স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে সংগঠিত করে কমিটি করতে হবে উল্লেখ করে তিনি আরা বলেন, যাতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। এ আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল। বিশেষ বক্তা ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যরিষ্টার মীর হেলাল উদ্দিন, স্বোচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদাক ইয়াছিন আলী।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ভুলুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সিনিয়র আইনজীবি এড. দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহাসগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মহানগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ার বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. মোরসালিন, দক্ষিণ জেলা স্বোচ্ছাসেবক দল সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, রাঙামাটি জেলা সভাপতি জাহাঙ্গির হোসেন, উত্তর জেলা সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দিন সেলিম, দক্ষিণ জেলা সধারণ সম্পাদক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তফাজ্জল হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদসহ প্রমুখ।

শেয়ার করুন