
চট্টগ্রাম : পবিত্র রমজানের ঈদ উপলক্ষে গরীব ও দু:স্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৪ টায় কাজীর দীঘি কার্টুন ফ্যাক্টরির মোড়ে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
আরা পড়ুন : পারসোনা ও আলভিরা বিউটি পার্লারকে ৯ লাখ টাকা জরিমানা
আরো পড়ুন : গ্রাহকপ্রিয়তার শীর্ষে ওয়ালটন ফ্যান
মহানগর যুবলীগ নেতা মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোয়াব আলী মিয়া, ৫ নং ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেকান্দর মিয়া।
প্রধান অতিথি বলেন দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আসে ঈদের খুশী। ঈদ মানে আমি একা ভাল কাপড়চোপড়, ভাল খাবার খাবো অথচ আমার প্রতিবেশী গরীব অসহায় যারা আছে তাদের খবর নিবো না, এটা রমজানের সিয়াম সাধনা হতে পারে না বরং এসব গরীব অসহায়ের পাশে সাহায্যের হাত বাড়িয়ে তাদেরও ঈদের আনন্দে শরিক করা হবে প্রকৃত মুমিনের কাজ। তাই এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রাজনৈতিক, অরাজনৈতিক সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে এসে গরীব দুখীর পাশে দাঁড়িয়ে ঈদকে প্রকৃত ক্ষেত্রে আনন্দময় করার আহবান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ইমরান হোসেন, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃরাজিবুল, মোঃ যুবায়ের ইসলাম, মোঃ আলমগীর, মোঃ রাসেল, মোঃ সোহাগ, মোঃ রাজু, মোঃ সিহাব, মোঃ মিলন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ মাসুম, মোঃ সিপন প্রমুখ।