ইফতার মাহফিলে আমীর খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে

চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম : বিএনপির জাতীয় স্থায়ী কিমিটর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে দেশের মালিকানা জনগণের হাতে নেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ প্রশ্নবিদ্ধ। দেশের জনগণের মালিকানা একটি গোষ্ঠী ছিনিয়ে নিয়েছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরো পড়ুন : জাপানের সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি
আরো পড়ুন : দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মোদীর শপথ

তিনি বলেন, দেশে এখন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। উনন্নয়নের কথা বলে তারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে। বর্তমানে রাজনীতিবিদদের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই। রাজনীতির নিয়ন্ত্রণ এখন কিছু দুর্নীতিবাজদের হাতে।

মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অতিথিবৃন্দ।

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের মালিকানা জনগণের হাতে থাকতে হবে। আর এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম থেকেই সবসময় আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। এবারও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এই চট্টগ্রাম থেকে শুরু হবে। শহীদ রাষ্টধপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আগামীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান।

মহানরগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবীর।

প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দধীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, জামায়াত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর মো. শাহজাহান।

মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর জামাতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, এলডিপির দক্ষিণ জেলা সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরী, কল্যাণ পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, জাগপা সভাপতি আবু মোজাফ্ফর মো. আনাস, নগর ন্যাপ সভাপতি ওসমান গণি সিকদার, এনপিপি সভাপতি আনোয়ার সাদেক, বিজেপি সভাপতি ফিরোজ কবীর লিটন, নগর মুসলিম লীগের সভাপতি নাজমুল হক সেলিম, লেবার পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জাগপার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন