সমাবেশে সিইউজের হুঁশিয়ারি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, বেতন-ভাতা পরিশোধ করুন

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও বকেয়া বেতন ভাতার দাবীতে প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

চট্টগ্রাম : যেসব গণমাধ্যমে বেতন-ভাতা ও ঈদের বোনাস বকেয়া আছে, আগামী সোমবার (৩ জুন) দুপুরের মধ্যে সেগুলো পরিশোধের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। অন্যথায় সোমবার সন্ধ্যা থেকে কাজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়া হয়। এছাড়াও সমাবেশ থেকে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের আহবান জানান সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন দুলাল।

আরা পড়ুন : দেশে এখন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে
আরো পড়ুন : ডাকসুর আজীবন সদস্য হলেন প্রধানমন্ত্রী

সিইউজে নেতারা বলেন, অনেক জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, টেলিভিশন চ্যানেলে এখনো বেতন-ভাতা বকেয়া আছে। ঈদের বোনাসও এখনো পরিশোধ করা হয়নি। সোমবার দুপুরের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে সন্ধ্যা থেকে এসব মিডিয়ায় কাজ বন্ধ থাকবে। এসময় ঈদের পরে টানা আন্দোলনেরও ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

শেয়ার করুন