শিক্ষকদের বঙ্গভবন ঘেরাও করার পরামর্শ দিলেন ইউজিসি চেয়ারম্যন

ইউজিসি চেয়ারম্যন অধ্যাপক আব্দুল মান্নান। ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (১০ মার্চ) সিন্ডিকেট সভায় অংশগ্রহণ করতে গিয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষকদের বাধার মুখে পড়েন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এসময় তিনি শিক্ষকদের পরামর্শ দিয়ে বলেছেন- ‘শিক্ষকরা যখন অশিক্ষকসুলভ আচরণ করেন তখন খুব দুঃখ লাগে। উপাচার্য নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি। আমি বলেছি, এখানে উপাচার্যকে ঘেরাও না করে পারলে বঙ্গভবন ঘেরাও করেন।’

অভিযোগ উঠেছে, হত্যা ও অস্ত্র মামলার আসামিসহ ছাত্রলীগের একদল নেতাকর্মীর সহায়তায় শিক্ষকদের জোর করে সরিয়ে দিয়ে উপাচার্যের বাসায় সিন্ডিকেট সভায় অংশ নেন ইউজিসি চেয়ারম্যান। শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডায় জড়ান বলেও অভিযোগ করছেন একাধিক শিক্ষক।

এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘শিক্ষকরা যখন অশিক্ষকসুলভ আচরণ করেন তখন খুব দুঃখ লাগে। উপাচার্য নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি। আমি বলেছি, এখানে উপাচার্যকে ঘেরাও না করে পারলে বঙ্গভবন ঘেরাও করেন।’

জানা গেছে, শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৬৫তম সিন্ডিকেট সভায় সদস্য হিসেবে অংশ নিতে এসে শিক্ষক সমিতির বাধার মুখে পড়েন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

শিক্ষক সমিতির নেতারা ইউজিসি চেয়ারম্যানকে চলমান আন্দোলনের কারণ ও প্রেক্ষাপট বোঝাতে গেলে তিনি শিক্ষকদের দিকে হাত উঁচিয়ে ধমক দিতে শুরু করেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা।

এ সময় উপস্থিত শিক্ষকদের দিকে তেড়ে গিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘চেহারা দেখে তো আপনাদের শিক্ষক বলে মনে হয় না। মনে তো হয় না আপনারা ছাত্র-ছাত্রীদের পড়ান।’ এতে উপস্থিত শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জানা যায়, ক্যাম্পাসে সাধারণ শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় শিক্ষক সমিতি গত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং বুধবার তার অফিসে তালা মেরে দেয়।

শুক্রবার (১১ মার্চ) ছিল বিশ্ববিদ্যালয়ের ৬৫তম সিন্ডিকেট সভা। ক্যাম্পাসে অবাঞ্ছিত থাকায় নিজের বাসভবনে সিন্ডিকেট সভার আয়োজন করেন উপাচার্য। নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে সিন্ডিকেট সভা প্রতিহত করার ঘোষণা দেয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সিন্ডিকেট সদস্যদের ই-মেইল করেও ‘অনৈতিক’ সভায় অংশ না নেয়ার অনুরোধ করা হয় সমিতির পক্ষ থেকে।

শুক্রবার সকাল ৯টায় উপাচার্যের বাসভবনে যায় শিক্ষক সমিতি। এ সময় তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান উপাচার্যের বাসভবনে ছাত্রলীগের সহযোগিতায় মূল ফটক ভেঙে প্রবেশ করেন। তার পেছনে অন্যান্য সিন্ডিকেট সদস্যরা প্রবেশ করেন।

ফলে মূল বাসভবনে প্রবেশের পথে শিক্ষক সমিতির নেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইউজিসি চেয়ারম্যান। শিক্ষকদের সাথে তর্কাতর্কিতর এক পর্যায়ে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়ন প্রকল্প প্রতিহত করার হুমকি দেন এবং রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করতে শিক্ষক সমিতির নেতাদের পরামর্শ দেন।

উদ্ভূত পরিস্থতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইউজিসির চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হয়-‘ইউজিসির চেয়ারম্যান হয়ে কি আপনি রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করতে বলতে পারেন?’

এ প্রশ্নের জবাবে ইউজিসি চেয়ারম্যান মন্তব্য করেন, “আমি কি করতে পারি আর না পারি তা আমি ভালো জানি”। তার প্রায় আধঘণ্টা পর তিনি উপাচার্যের বাসভবন থেকে চলে যান। এরপর আবার উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষক সমিতি।

শেয়ার করুন