দক্ষিণ কোরিয়ায় ২য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

সিউলের উদ্যোগে ১১-১৩ জুন বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য ও বহুমাত্রিকতা তুলে ধরাই এর লক্ষ্য।

দক্ষিণ কোরিয়ার জনগণের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার লক্ষ্যে চলমান সাংস্কৃতিক কুটনীতির অংশ হিসেবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস এ উৎসবের আয়োজন করেছে। তিনদিন ব্যাপী এই উৎসবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র-দেবী, আঁখি ও তার বন্ধুরা, ইতি তোমারই ঢাকা এবং আন্ডার কনস্ট্রাকশন প্রদর্শন করা হবে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের চেয়ারম্যান কিম কিসন, এম পি, এবং ইয়ংসান কাউন্টির মেয়র জনাব জাং-হিয়ুন সুং এবং বাংলাদেশ থেকে বরেণ্য চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এই চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন । উদ্বোধনী দিনে দেবী এবং আঁখি ও তার বন্ধুরা প্রদর্শন করা হবে।

কোরিয়ার দর্শকদের সুবিধার্থে চলচ্চিত্রগুলোতে কোরিয়ান কালচারাল এসোসিয়েশনের সহযোগিতায় কোরিয়ান ভাষায় সাবটাইটেল যুক্ত করা হয়েছে।

বিপুলসংখ্যক কোরিয়ান সিনেমাপ্রেমীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা এ উৎসব উপভোগ করবেন বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন