বাংলাদেশের শ্রীলংকা বধের মিশন

 

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লংকানদের উড়িয়ে দিয়েছিল ১৩৭ রানে। গত বছরের জানুয়ারিতে মিরপুরে ১৬৩ রানে বিশাল জয়ের সুখস্মৃতিও আছে। টাইগারদের অন্যতম ভরসা সাকিবের কণ্ঠে তাই আরেকটি শ্রীলংকা বধের প্রত্যয়।

মাশরাফী বিন মোত্তর্জা বাংলাদেশের অন্যতম সেরা বোলার, এখনো পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফী।

বাংলাদেশের অধিনায়ক হওয়ার পর তিনি নিয়মিত জাতীয় দলে খেলছেন।
ক্যারিয়ারে নানা উত্থান-পতন কাটিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা প্রায় ১৮ বছর ধরে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলে যাচ্ছেন। পুরো ক্যারিয়ারজুড়ে মাশরাফীর অন্যতম বড় প্রতিবন্ধকতা ছিল ইনজুরি।

অপরদিকে, নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করা শ্রীলংকা নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয়। বৃষ্টিতে ভেস্তে যায় পাকিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচটি। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয়ী হয়ে বিশ্বকাপ ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে থাকতে চাইবে তারাও।

তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন টেবিলের নিচের দিকে। সেমিফাইনালের পথ আপাতত বেশ দুরূহ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অবশ্য শেষ চারে খেলতে যথেষ্ট আশাবাদী, সেমিফাইনালে যেতে হলে আমাদের ৫/৬টা ম্যাচ জিততে হবে। বিশ্বকাপের প্রতিটি দলই শক্তিশালী। তাই প্রত্যেক ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।’

প্রথম তিন ম্যাচে টাইগারদের একাদশ অপরিবর্তিত থাকলেও এবার বোধ হয় দলটাকে নতুন চেহারায় দেখা যাবে। আজ লংকানদের বিপক্ষে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে মাশরাফির দল। সম্ভাব্য দুই পরিবর্তনের মধ্যে একটি মোটামুটি নিশ্চিতই।

জানা গেছে, মোহাম্মদ মিঠুনের জায়গায় লিটন দাসের খেলা একরকম নিশ্চিত। বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ না খেললেও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ভারতের বিপক্ষে ম্যাচে দারুণ ফর্মে ছিলেন লিটন।

আরেকটি পরিবর্তন হতে পারে বোলিংয়ে। ব্রিস্টলে কয়েক দিন ধরেই বৃষ্টি। আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে চতুর্থ পেসার হিসেবে তাই রুবেল হোসেনকে খেলানোর চিন্তা আছে টিম ম্যানেজমেন্টের। তাকে জায়গা দিতে একাদশের বাইরে চলে যাচ্ছেন সম্ভবত অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে খেলোয়াড়দের বনিবনার অভাব দলীয় কোন্দল, অধিনায়ক সংকট সব মিলিয়ে এক অগোছালো দল নিয়েই বিশ্বকাপের বাইশ গজের লড়াইয়ে নামে শ্রীলংকানরা।

এতদিন এসব চাপ বেশ ভালোভাবেই সামলেছেন অধিনায়ক দিমুথ করুনারতে। কিন্তু নতুন করে নুয়ান প্রদীপের চোট বাংলাদেশের বিপক্ষে নামার আগে মহাবিপদে ফেলেছে শ্রীলংকানদের।

নুয়ান প্রদীপ আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো বোলিং করেছিলেন। চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকান পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবেই ভাবা হচ্ছিল তাকেই। কিন্তু আঙুলের চোটের কারণে সব ভেস্তে গেল। নেটে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন তিনি।

কুশাল পেরেরার শট মাথার দিকে ধেয়ে আসার সময় নিজেকে বাঁচাতে হাত কুলেছিলেন প্রদীপ। তখনই বল তার কনিষ্ঠায় আঘাত করে। আঘাতের মাত্রা এতটাই ছিল যে তাকে হাসপাতালে নিতে হয়।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এক বার্তায় নিজ দলের মিডল অর্ডারের ব্যাটসম্যানদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান লংকান অধিনায়ক দিমুথ করুনারতে। এ পর্যন্ত মাঠে গড়ানো প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন লংকান মিডল অর্ডার ব্যাটসম্যানরা।

শেয়ার করুন