চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম : নগরীতে চোর সন্দেহে পিটিয়ে মো.বাবুল (৪০) নামে একজনকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় শনিবার (১১ মার্চ) কয়েকজন এলাকাবাসীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাবুল নগরীর বন্দর থানার কলসী দীঘির পাড় সড়কের জাফর আলী মাতব্বর বাড়ির মৃত আব্দুল রশিদের ছেলে। তার বাড়ির পাশের এলাকা ভেন্ডা চৌধুরী পাড়ায় চোর সন্দেহে তাকে পিটুনি দেয়া হয়েছে।

বন্দর থানার ওসি মঈনুল ইসলাম জানান, শুক্রবার সকালে ভেন্ডা পাড়ায় জনৈক বাপ্পীর স্টেশনারি দোকানে চুরি হয়। এরপর স্থানীয়রা বাবুলকে সেখানে ধরে নিয়ে যায়। তাকে প্রথমে চুরির বিষয়ে জানতে চায় তারা। বিষয়টি বাবুল অস্বীকার করলে তাকে সবাই মিলে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে ‍বাবুলের মৃত্যু হয়।

মারধরে বাবুলের মৃত্যুর বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, বাবুল এলাকায় মাছ বিক্রি করত। তবে তার বিরুদ্ধে ছিঁচকে চুরির অভিযোগ আছে।

ওসি বলেন-‘বাবুল চুরি করতে পারে। কিন্তু তাকে ডেকে নিয়ে পিটিয়ে মেরে ফেলবে এটা তো মানতে পারি না। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এজন্য এলাকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি।’

শেয়ার করুন