জামাতার দায়ের কোপে স্ত্রী, শ্বশুর-শ্বাশুড়ি আহত খাগড়াছড়িতে

খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়িতে পারিবারিক কলহের জেরে জামাতা তপন জ্যোতি ত্রিপুরার দায়ের কোপে গুরুতর আহত
হয়েছেন স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়ি।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মশারা ত্রিপুরা (৫০) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে চসিক মেয়র

মঙ্গলবার (১১ জুন) রাতে আহত শ্বশুর মশারা ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্ত্রী ধানু রাণী ত্রিপুরা (২০), শ্বশুর মশারা ত্রিপুরা (৫০) ও শ্বাশুড়ি সুমালা ত্রিপুরা (৪০)।

জানা যায়, দীর্ঘদিন ধরে জামাতা তপন জ্যোতি ত্রিপুরার সাথে স্ত্রী ধানু রাণী ত্রিপুরার পারিবারিক কলহ চলছিল। পূর্বের ক্ষোভের জেরে মঙ্গলবার কথা কাটাকাটির এক পর্যায়ে জামাতা তপন জ্যোতি ত্রিপুরা তার স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়ির উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে আহতবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।