আততায়ীর হাতে আগ্রা আদালতে বার কাউন্সিল সভাপতি খুন

আততায়ীর হাতে আগ্রা আদালতে বার কাউন্সিল সভাপতি খুন

ভারতে উত্তর প্রদেশের প্রথম নারী বার কাউন্সিল সভাপতি নির্বাচিত হওয়ার দুই দিন পরই এক সহকর্মী আততায়ীর হাতে আদালতেই খুন হয়েছেন দরবেশ যাদব।

আরো পড়ুন : ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে হামলায় ইন্ধনের অভিযোগ

বুধবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে আগ্রা কোর্টে মণীশ শর্মা নামের ওই সহকর্মী তাকে গুলি করে খুন করেন। এরপর আততায়ী নিজেও আত্মহনন করার চেষ্টা করে।

পুলিশ এনডিটিভি’কে জানিয়েছে, দুইজনকেই হাসপাতালে নেওয়া হলে দরবেশের মৃত্যু হয়। আর মণীশ শর্মার চিকিৎসা চলছে৷ তার অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দরবেশ সদ্যই বার কাউন্সিলের সভাপতি হওয়ায় তাকে সংবর্ধনার জন্য আদালতে ডেকেছিলেন আইনজীবীরা৷ অনুষ্ঠান শুরুর আগে দিয়ে মনীশ শর্মা হঠাৎ দাঁড়িয়ে বন্দুক বের করে দরবেশকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন৷ সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মণীশ নিজের দিকে বন্দুক তাক করে গুলি করেন৷ মণীশ নিজেও একজন আইনজীবী৷ যে বন্দুক দিয়ে খুন করা হয়েছে তার লাইসেন্স রয়েছে মণীশের নামে৷ ঘটনাস্থল থেকে বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়৷ তবে কী কারণে খুন তা স্পষ্ট নয়৷ তদন্ত চলছে।